আন্তর্জাতিক ডেস্ক সংবাদ: কাগজ কেনার পয়সা নেই। বাধ্য হয়ে প্রকাশনা বন্ধ করার পথে হাঁটল শ্রীলঙ্কার দু’টি নামজাদা সংবাদপত্র।
জানা গেছে, ছাপার মতো কাগজ মজুত না থাকায় শনিবার থেকে ইংরেজি কাগজ ‘দি আইল্যান্ড’ এবং সিংহলি কাগজ ‘দিভাইনা’র প্রকাশনা বন্ধ করল উপালি নিউজপেপারস লিমিটেড। আপাতত ই-পেপার হিসেবে কাগজ প্রকাশিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট এখনই কাটার কোনো সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র : বর্তমান