জেলা প্রতিনিধি: রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় রাজশাহীতে মোট ২০ জনকে আটক করা হয়েছে।
আজ রবিবার (২৭ মার্চ) রাজশাহী জেলা পুলিশের পাঠানো এক সংবাদবিজ্ঞপ্তিতে জানা গেছে, রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ০৩ জন, তানোর থানা ০১ জন, মোহনপুর থানা ০১ জন, বাগমারা থানা ০২ জন, পুঠিয়া থানা ০১ জন, চারঘাট মডেল থানা ০৯ জন ও বাঘা থানা ০৩ জনকে আটক করে। যার মধ্যে ০৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ০৬ জনকে মাদকদ্রব্যসহ ০৮ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ ১নং মোঃ পিয়ারুল ইসলাম হেলাল(৩৬) কে ১০০গ্রাম গাঁজাসহ আটক করে। চারঘাট মডেল থানা পুলিশ ১নং মোঃ রাসেল(৪১), ২নং মোঃ আরমান(৫৪), ৩নং মোঃ আব্দুল কাদের(৩১) ও ৪নং মোঃ রাসেল আলী(৩০) কে ৫০গ্রাম হেরোইন এবং ৫নং মোঃ আসিক(২৮) কে ২২বোতল ফেন্সিডিলসহ আটক করে।
আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।