আন্তর্জাতিক ডেস্ক:কিছু দিন আড়ালে থাকার পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হঠাৎ গণমাধ্যমের সামনে এসে উপস্থিত হয়েছেন। বৃহস্পতিবার তাকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে।
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার কিছু দিন পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুকে কোনো গণমাধ্যমে দেখা যায়নি। এরপর বৃহস্পতিবার তাকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের একটি ভিডিওতে কিছু সময়ের জন্য দেখা যায়। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মূলত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বন্ধু। পুতিন যখন তার নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন তখন বিভিন্ন শীর্ষ রুশ কর্মকর্তার সাথে দেশটির প্রতিরক্ষামন্ত্রীকে রাশিয়ার রাষ্ট্রীয় রার্তা সংস্থা রিয়ার ভিডিও ফুটেজে দেখা গেছে।
বুধবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১২ দিন ধরে ৬৬ বছর বয়সী রুশ প্রতিরক্ষামন্ত্রীকে কোথাও দেখা যায়নি। তিনি কোথায় আছেন তা নিয়ে বিভিন্ন জল্পনারও সৃষ্টি হয়। এভাবে কিছু দিন আড়ালে থাকার পরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু হঠাৎ গণমাধ্যমের সামনে এসে উপস্থিত হয়েছেন।
এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এখন ভীষণ ব্যস্ত। কারণ, এখন (ইউক্রেনে) বিশেষ সামরিক অভিযান চালানো হবে। এ কারণে গণমাধ্যমকে (মিডিয়া) সময় দিতে পারছেন না রুশ প্রতিরক্ষামন্ত্রী।
তবে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর কতগুলো ঘনিষ্ট সূত্র জানিয়েছে, রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এখন অসুস্থ। তার হৃদরোগ আছে।
সূত্র : ডেইলি সাবাহ