অনলাইন ডেস্কঃ ঝিনাইদহে কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় মূলহোতা গাফফারকে গ্রেপ্তার ও অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব। সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে র্যাব মিডিয়া সেন্টার কারওয়ান বাজারে দুপুর ১টা ৪৫ দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী আনিকা আশরাফ প্রমি রাস্তা থেকে অপহৃত হন। এর প্রতিবাদে ফেস্টুন হাতে রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছেন সহপাঠী শিক্ষার্থীরা।