অনলাইন ডেস্কঃ নাটোরের বাগাতিপাড়ায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে দলটির নেতাকর্মীদের ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের রক্ষা করেতে গিয়ে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিএনপি’র কর্মসূচি বানচাল করতে বাসায় চড়াও হয়ে খোঁজাখুঁজি করে কর্মসূচীতে যোগ না দিতে নিষেধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে বাগাতিপাড়া মালঞ্চি রেলগেটে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ নেতা কর্মীরা।
শনিবার (৫ মার্চ) সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় মালঞ্চি রেলগেটে লাঞ্চিত হন বিএনপি নেতা নেকবর হোসেন। এ সময় সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে পুলিশ সদস্যদেরও লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। নেকবর প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়া পৌর এলাকার পেড়াবাড়িয়া মহল্লায় বিএনপি নেতা মোশারফ হোসেনের ভগ্নিপতির বাসায় চড়াও হওয়ার চেষ্টা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থানরত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে । পরে লাঠিসোটা হাতে একটি প্রতিবাদ মিছিল বাগাতিপাড়া বাজার প্রদক্ষিণ করে। মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে, একই কর্মসূচীতে যোগ দিয়ে ফেরার পথে লালপুরের রেলগেটে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে মারপিট ও হামলার শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
পুলিশ সদস্য লাঞ্চিত হওয়ার ব্যাপারে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশ সদস্য লাঞ্চিতের কোন ঘটনা ঘটেনি একজন পুলিশ সদস্য পড়ে গিয়েছিল মাত্র। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।