অনলাইন ডেস্কঃ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নাটোরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শহরের বড় হরিশপুর বাইপাস এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অবস্থিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, স্বাধীন বাংলাদেশে দেশের মানুষকে নিরাপদ রাখতে, শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের সদস্যরা। কর্তব্যরত অবস্থায় দায়িত্ব পালনে মৃত্যুর ঝুঁকি নিতেও পিছুপা হন না তারা। সমৃদ্ধ বাংলাদেশ গড়াতে নেপথ্য কারিগর হিসেবে দেশের স্থিতিশীলতা রক্ষা করার আহ্বান জানান হয় পুলিশ সদস্যদের।
আলোচনা সভা শেষে দেশের বিভিন্ন স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী জেলার ১৪ জন পুলিশ সদস্যবৃন্দের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পিবিআই পুলিশ সুপার আহম্মদ শরিফ সহ কর্মকর্তাবৃন্দ।