অনলাইন ডেস্কঃ সারাদেশে বীর নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের অংশ হিসেবে মাগুরায় এক বীরাঙ্গনাসহ ৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আজ মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
সম্মাননা গ্রহণ করেন মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা লাইলী বেগম, মোছা. মাজেদা বেগমের পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তার ছেলে এ্যাডভোকেট শফিকুর রহমান ও সালেহা নাহরের পক্ষে পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেন তার মেয়ে শারমীনা রেজা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল আওয়াল, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিউজা-উল-জান্নাহ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলম, শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস ও মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ।