বিনোদন ডেস্কঃ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শনিবার (৫ ফেব্রুয়ারি) আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছেন।
চিত্রনায়িকা নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিল। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’
এদিকে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বারবার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। কিন্তু নিপুণকে জয়ী ঘোষণার পর মত পাল্টেছেন, ফের দেশে সিনেমা বানাবেন হিরো আলম। গনমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
হিরো আলম বলেন, ‘আমার প্যানেল জয়ী হয়েছে। ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল আমাকে চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য বানাতে চেয়েছেন। নিপুণ আপার জয়ে আমি খুব খুশি। আমি আবার দেশে সিনেমা বানাবো।’