ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ। আটককৃতরা হলেন-সাদেক মিয়া ( ২৯) ও মালা বেগম (২৫)। শুক্রবার ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
খাটিহাতা হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের কুট্টাপাড়া ব্র্যাক অফিসে সামনে (ঢাকা মেট্রো-ব-১৪-৩২৮১) মর্ডান যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাদেক মিয়া মাধবপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত জরু মিয়ার ছেলে এবং মালা বেগম সাদেকের স্ত্রী।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজালাল আলম বলেন, গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে।