নিজস্ব প্রতিনিধিঃ অবশেষে বদলী হলো বিতর্কিত দূর্নীতিবাজ বোয়ালিয়ার ওসি নিবারণ চন্দ্র বর্মণ।গত প্রায় তিন বছর পর পুলিশ হেডকোয়ার্টার র আদেশে এপিবিএন ঢাকায় বদলী হলেন রাবণ খ্যাত বোয়ালিয়ার ওসি নিবারণ চন্দ্র বর্মণ। তাঁর কর্মসময়ে তাঁর নামে রয়েছে দূর্নীতির নানা ঘটনা, রয়েছে চাঁদাবাজি, মেয়ে দিয়ে ফাঁসানো, অধীনস্থ পুলিশ সদস্যদের মারা, দূর্ব্যবহার সহ নানা অভিযোগ। হয়েছে স্থানীয় ও জাতীয় নানা গণ মাধ্যমে সংবাদ। কিছু দিন আগে তাঁর অপসারণের দাবিতে কামরুজ্জামান চত্বরে রাজশাহীর সাংবাদিকদের অবস্থান ধর্মঘট। যদিও প্রতিটিবার তাঁর রক্ষায় ব্যাতি ব্যস্ত ছিলেন আরএমপি পুলিশের সিনিয়র নীতি নির্ধারকরা। প্রতিবারই বদলীর হাত থেকে বেঁচে গেছেন রুয়েটের কর্মকর্তা স্থানীয় সরকারী দলের নেতার হাত ধরে রাজনৈতিক সুপারিশ গ্রহণ করে নতুবা নগর পুলিশের উর্ধতন পুলিশ কর্মকর্তাকে প্রতিনিয়ত মোটা টাকা প্রদানের মাধ্যমে।
নগর পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ যখন ওসি নিবারণের সকল অপরাধে ছিলো নিরব তখন একের পর এক নানা দূর্নীতির অভিযোগ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের এক পর্যায়ে রাবণ খ্যাত ওসি, বোয়ালিয়া নিবারণ চন্দ্র বর্মনের বদলী করা হলো এপিবিএন, ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার র আদেশে। আদেশে বলা হয় আগামী ২৩ জানুয়ারী র ভিতর তাকে ছাড়পত্র গ্রহণ করতে বলা হয়েছে নতুবা ২৩ তারিখে তাকে অবমুক্ত ঘোষনা করা হবে।
এ বদলীর খবরে বোয়ালিয়া থানার সাধারণ পুলিশ সদস্য সহ সাধারণ মানুষের ভিতরে স্বস্তী বিরাজ করছে।